Site icon Jamuna Television

পাইলট অজ্ঞান, ৪০ মিনিট এভাবেই চলেছে বিমান!

প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে ওড়েছেন তরুণ পাইলট। মিনিট চল্লিশেক চালানোর পর হঠাৎ মাথা ব্যথা শুরু হয় তার। সহ্য না করতে পেরে বিমানের অটোফ্লাইট অপশন অন করে দেন। কিছুক্ষণ পরেই ব্যথার চোটে জ্ঞান হারান তিনি। এবং এভাবে প্রায় ৪০ মিনিট ধরে সাড়ে ৫ হাজার ফুট ওপরে উড়তে থাকে বিমানটি!

অস্ট্রেলিয়ায় গত মার্চ মাসে এ ঘটনা ঘটলেও আজ শুক্রবার নিউজউইক সাময়িকী এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

তাতে জানানো হয়েছে, পাইলট প্রশিক্ষণ বিমানটি নিয়ে অস্ট্রেলিয়ার পোর্ট অগাস্টা থেকে এডিলেডের নিকটবর্তী প্যারাফিল্ড এয়ারপোর্টের দিকে রওয়ানা দেয়ার পর ওই ঘটনা ঘটে।

রিপোর্টে পাইলটের ও তার প্রশিক্ষণ একাডেমির নাম গোপন রাখা হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো তাদের তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, নিয়ন্ত্রণ কক্ষ থেকে বারবার চেষ্টা করে উড়ন্ত বিমানের পাইলটের সাথে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত আরেকটি বিমান পাঠায়। দ্বিতীয় বিমানটি আগেরটি কাছে আসার পর বুঝতে পারে পাইলটের জ্ঞান ফিরেছে। এরপর সেটিকে অবতরণ করানো হয়।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, আগের রাতে ঘুম না হওয়া এবং সকালে নিয়ম অনুযায়ী নাস্তা না করে শুধু একটি চকোবার এবং একটা এনার্জি ড্রিংক খেয়ে উড্ডয়ন করেছিলেন প্রশিক্ষণ পাইলট। তবে কী কারণে তিনি জ্ঞা হারিয়েছিলেন তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Exit mobile version