Site icon Jamuna Television

তিউনিসিয়ায় নৌকাডুবিতে অন্তত ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকাডুবিতে প্রাণ গেছে অন্তত ৬৫ জনের। শুক্রবারের দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১৬ জনকে। নিখোঁজ রয়েছেন আরএ অনেকে।

জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা-IMO জানায় এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকৃতরা জানায়, বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপের পথে যাত্রা শুরু করে নৌকাটি। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এটি। একসময়, ঝড়ো হাওয়ার তোড়ে উল্টে যায় নৌকাটি। উদ্ধারে এগিয়ে যায় তিউনিসিয়ার নৌবাহিনী ও স্থানীয় জেলেরা। জীবিত উদ্ধারকৃতদের কয়েকজনকে উপকূলবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে মৃত্যু হয় প্রায় ১৬৪ জনের।

Exit mobile version