Site icon Jamuna Television

চলতি সপ্তাহে পদত্যাগ করতে পারেন থেরেসা মে

চলতি সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এমনটাই জানিয়েছেন পার্লামেন্টে কনজারভেটিভ ব্যাকবেঞ্চের সভাপতি গ্রাহাম ব্রাডি।

তবে থেরেসা মে বলছেন পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাস হলেই তিনি পদত্যাগ করবেন, কিন্তু সদস্যরা তার পদত্যাগের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা দেয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে।

গ্রাহাম ব্রাডি জানিয়েছেন, বুধবার ব্যাকবেঞ্চ কমিটির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পরই পদত্যাগের ব্যপারে স্পষ্ট কোন কথা জানা যাবে। তবে থেরেসা মে’র পদত্যাগের পর নিজের প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রাডি।

এরআগে মার্চে কোন শর্ত ছাড়াই বেক্সিট চুক্তি পার্লামেন্টে অনুমোদন পেলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Exit mobile version