Site icon Jamuna Television

সাতক্ষীরা সীমান্তে বিএসএফএ’র নির্যাতনে বাংলাদেশি নিহতের অভিযোগ

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের দুবলিতে বিএসএফ এর নির্যাতনে একজন বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে নির্যাতনের পর তাকে সাতক্ষীরার কুশখালি সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় রেখে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে বিজিবি বলছে এ ঘটনা জন্য বিএসএফ কিছু জানেনা। নিহত যুবকের নাম কবিরুল ইসলাম (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

নিহত কবিরুলের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য বেশকিছু সামগ্রী নিয়ে আসার সময় বিএসএফএর নজরে পড়ে। এরপর বিএসএফ তাকে ধরে নিয়ে বেধড়ক মারপিট করে। পরে তার মুখের মধ্যে পেট্রোল ঢেলে দেয় বিএসএফ। এঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ সীমান্তে রেখে যাওয়া হয়। পরে তাকে বাড়িতে নেয়া হয়। রাত ১২ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, কবিরুল চা পাতা আনতে ভারতে গিয়েছিল। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে মুখে পেট্রোল ঢেলে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রোল ঢেলে দেয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে বিজিবির কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বিএসএফ এর সাথে এনিয়ে কথা বললে তারা অস্বীকার করেছেন বলে জানান তিনি। তবে এঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version