Site icon Jamuna Television

দেশজুড়ে ধর্ষণের সাথে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাই জড়িত: রিজভী

অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার কারণে দেশে ধর্ষণ, নির্যাতন বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কারণেই সামাজিক অপরাধ ঠেকানো যাচ্ছে না। দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের সাথে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাই জড়িত বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকার কারণেই বেশির ভাগ নির্যাতন ও ধর্ষণের বিচার হয়না। কোন অন্যায়ের বিরুদ্ধে যাতে কেউ দাঁড়াতে না পারে সে জন্যই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলেও জানান রিজভী। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম মাথায় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থাকার আহ্বান জানান।

Exit mobile version