Site icon Jamuna Television

পাবনায় মেয়াদ উত্তীর্ণ পঁচা খেজুর জব্দ, ছয় লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
পবিত্র রমজান ঘিরে পাবনার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। আজ সকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ খাবার অনুপোযোগী পঁচা খেজুর জব্দ করা হয়।

এসময় বড় বাজারের মোকছেদ ষ্টোরকে ২ লাখ, হেলাল ষ্টোরকে ৩ লাখ ও রিপন ষ্টোরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বাজারের সকল দোকানে মূল্য তালিকা আছে কিনা তাও পর্যবেক্ষণ করে আদালত এবং সকলকে রমজানে পবিত্রতার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার ইবনে মিজান, স্যানেটারী ইন্সপেক্টর এজাজুল ইসলাম অভিযানিক দলে ছিলেন। জব্দ করা মেয়াদ উত্তীর্ণ খেজুর পরবর্তিতে ধ্বংস করে ফেলা হয়।

Exit mobile version