Site icon Jamuna Television

পাকিস্তানে পাঁচতারকা হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ৫

পাকিস্তানের পাঁচতারকা হোটেলে হামলার ঘটনায় ৪ বন্দুকধারী এবং এক নিরাপত্তারক্ষীসহ পাঁচজন নিহত হয়েছে। দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী- বেলুচিস্তান লিবারেশন আর্মি। শনিবার সন্ধ্যায়, বন্দরনগরী গৌধরের ‘জাবের পার্ল-কন্টিনেন্টাল’ হোটেলে হয় এ হামলা চালানো হয়।

সূত্র জানায়, চার বন্দুকধারী হোটেলে প্রবেশ করে এলেপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। পরে, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় বন্দুকযুদ্ধ। কয়েক ঘণ্টার অভিযানে প্রাণ হারায় দুর্বৃত্তদের সবাই। সরকারের শীর্ষ কর্মকর্তা ও সফররত বিদেশিদের কাছে বেশ জনপ্রিয় হোটেলটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে হোটেলের কার্যক্রম বন্ধ ছিলো, তাই এড়ানো গেছে বিপুল প্রাণহানি।

Exit mobile version