Site icon Jamuna Television

ঢামেকের পাশের সড়কে মিলল যুবকের লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশের সড়ক থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢামেকের প্রাচীরসংলগ্ন সড়কের পাশে থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক (৪০) বছর।

শাহবাগ থানার এসআই এহসানুল হক জানান, রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বাইরে চতুর্থ শ্রেণির ক্যান্টিনের প্রাচীরসংলগ্ন সড়কের পাশে অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়।

পরে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Exit mobile version