Site icon Jamuna Television

ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের বিক্ষোভ

বোরো ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে নওগাঁয়। সকালে জেলার ধামইরহাটের উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকেরা।

পরে স্থানীয় সংগঠন ‘মানব সেবার’ ব্যানারে মানববন্ধন করেন তারা। চাষীদের অভিযোগ, চলতি বছরের বোরো ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না তাদের। প্রতি মণ ধানে লোকসান গুণতে হচ্ছে চারশো টাকা। মৌসুমী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান কেনায় এমন লোকসানে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন চাষীরা। এজন্য ধানের দাম বৃদ্ধিসহ হাটগুলোতে নজরদারী বাড়াতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

Exit mobile version