Site icon Jamuna Television

চলন্ত বাসে নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি
কিশোরগঞ্জে চলন্ত বাসে ইবনে সিনা হাসপাতালে কর্মরত নার্স শাহিনূর আক্তার তানিয়াকে গণধর্ষনের পর হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মে) সকাল ৯টায় মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার,সহ-সভাপতি শামসুন্নাহার চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ পূর্নিমা দত্ব, শিক্ষক আঞ্জুমান-আরা, সমাজ সেবক সৃতী ইসলাম,ফুটবলার লিলি আক্তার।

বক্তব্য চলাকালীন সময়ে বক্তাদের আহ্বানে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সমাবেশ স্থলে উপস্থিত হন। এসময় তিনি বলেন,মাদ্রাসা ছাত্রী নুসরাত,নার্স তানিয়া সহ সকল ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

সমাবেশে বিভিন্ন নার্সিং ইনিস্টিটিউট এর শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, ফুটবলার ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Exit mobile version