Site icon Jamuna Television

সন্তানের জন্য দুধ চুরি: চাকরিহীন সেই বাবাকে নিয়োগপত্র দিলো স্বপ্ন

সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে দুধ ‘চুরি’ করা সেই বাবাকে চাকিরর নিয়োগপত্র দিয়েছে সুপারশপ স্বপ্ন। আজ রোববার বিকালে খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলামের উপস্থিতিতে স্বপ্ন’র হেড অব মার্কেটিং তানিম করিম তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

এই স্বপ্ন সুপারশপের একটি শাখা থেকেই গত বৃহস্পতিবার দুধের একটি প্যাকেট চুরি করে পরে ধরা পড়েন তিন মাস আগে চাকরি হারানো এই যুবক।

নিয়োগপত্র হস্তান্তরের পর তানিম করিম সাংবাদিকদের বলেন, ওই বাবা আমাদের হেড অফিসে আসার পর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির তার সাক্ষাৎকার নেন। পরে তাকে নিয়োগপত্র দেয়া হয়।

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে হৃদয়বিদারক একটি ঘটনার বর্ণনা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম।

রাতে খিলগাঁওয়ে চেকপোস্টে তদারকি করার সময় হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পান তিনি। পরে তিনি জানতে পারেন, চুরি করায় একজনকে হাতেনাতে ধরা হয়েছে। তিন মাস ধরে তার চাকরি না থাকায় বাচ্চার জন্য দুধ কেনার টাকা জোগাতে না পেরে স্বপ্ন সুপার শপের একটি শোরুম থেকে তিনি দুধ চুরি করেছেন।

তখন পুলিশ কর্মকর্তা জাহিদ ওই ব্যক্তিকে মারমুখো জনতার হাত থেকে রক্ষা করেন এবং সবকিছু শুনে দুধের দাম পরিশোধ করে দেন।

Exit mobile version