Site icon Jamuna Television

মা, মেয়ে আর ছেলের লাশ উদ্ধার: মৃত্যুর জন্য ভাগ্য আর আত্মীয়দের অসহযোগিতাকে দায়ি !

রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা-ছেলেসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ১০টার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

এসময় তাদের বাসা থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। তাতে লিখা ছিল আমাদের মৃত্যুর জন্য ভাগ্য আর আত্নীয় স্বজনের অসহযোগীতা দায়ী।

ময়নারটেক মাউসাউদ রোডের একটি বাড়িতে মা ছেলে মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। তবে বাড়ির মালিক ডাঃ কামাল হোসেন ধানমন্ডিতে থাকেন। জানা যায়, প্রথম রমজানে তারা ঐ বাসাটি ভাড়া নেয় এবং তারপর ৮/৯ তারিখ সম্ভবত এই ঘটনা ঘটে। বাসাটি ভিতর থেকে আটকানো ছিলো।

উদ্ধারকৃত লাশের পরিচয় জানাতে গিয়ে পুলিশ জানায় এঘটনায় নিহত হয় মা জাহানার বেগম মুক্তা (৪৮) তার, ছেলে কাজী শহিদ হাসান (২৮) এবং মেয়ে তাসমিয়া সুলতানা মিম (২০)। তাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ ভৈরব বলে জানায় পুলিশ। মহিলার স্বামী মৃত ইকবাল হোসেন বলেও জানায় পুলিশ।

Exit mobile version