Site icon Jamuna Television

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রাজশাহী, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। ভোর সাড়ে ৫টার দিকে মোহনপুর মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধান কাটার মৌসুমী শ্রমিক হিসেবে নওগাঁয় গিয়েছিলেন দুই শ্রমিক। কাজ শেষে পারিশ্রমিকের ধান নিয়ে কুষ্টিয়ায় ফেরার পথে তাদের ধানবোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়ে। এসময় ট্রাকে থাকা ১০ জনের মধ্যে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মোহন ও রাশিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। চুয়াডাঙ্গায় ঝিনাইদহ সড়কের জাফরপুর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে চট্টগ্রামেও সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে।

Exit mobile version