Site icon Jamuna Television

চট্টগ্রামে ভাইকে না পেয়ে বোনকে হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় ভাইকে না পেয়ে বোনকে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো: মুছা ও আহম্মদ কবিরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার আসামি নুর আলমের দেয়া তথ্যমতে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তবে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার রাতে বলিরহাটের বজ্রঘোনা এলাকায় বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা করা হয় বুবলি আক্তার নামের ওই নারীকে। ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন শাহ আলম। হত্যাকাণ্ডের চার ঘন্টা পর বলিরহাট এলাকার কর্ণফুলী নদীর পাড়ে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় সে।

Exit mobile version