Site icon Jamuna Television

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলার খালে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু আব্বাস বাহিনীর ২ জন নিহত হয়েছে। ভোরে দস্যুদের সাথে প্রায় আধঘন্টার গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

RAB ৮ এর অধিনায়ক, উইং কমান্ডার রাজিব জানান, গোলাগুলিতে আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও দলের সক্রিয় সদস্য সিরিয়াল কিলার রুহুল আমিন নিহত হয়। যমুনা টিভির মধ্যস্থতায় ডজন খানেক দস্যুবাহিনীর আত্মসমর্পনের পর আব্বাস বাহিনী সুন্দরবনে অপতৎপরতা চালাচ্ছিলো। গোলাগুলির পর দস্যুদের বাকি সদস্যরা পালিয়ে যায় বলে জানানো হয় RAB-এর পক্ষ থেকে।

Exit mobile version