Site icon Jamuna Television

জিম্বাবুয়েতে সেনা অভ্যুত্থান?

জিম্বাবুয়ের রাজধানী হারারে’তে ভারি সমরাস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় নেমে এসেছে সেনারা। একে রবার্ট মুগাবে প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দমনের অভিযান আখ্যা দিয়েছেন এর নেপথ্যে থাকা মেজর জেনারেল এসবি ময়ো।

দখলে নেয়া রাষ্ট্রীয় টিভি জেডবিসি’তে এক বিবৃতিতে ময়ো দাবি করেন, এটি সেনা অভ্যুত্থান নয়। প্রেসিডেন্ট মুগাবেকে উৎখাতের কোন লক্ষ্য নেই; সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। আরও জানানো হয়, প্রেসিডেন্টকে ঘিরে থাকা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দমনই সেনাদের লক্ষ্য। অভিযান শেষ হলেই ব্যারাকে ফিরে যাবে সেনারা। এ ঘটনার পর জিম্বাবুয়েতে বসবাসরত ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মার্কিন দূতাবাস। গোটা বিষয়টি স্পষ্ট না হওয়ায়, এখনও এটিকে সেনা অভ্যুত্থান বলেনি কোন আন্তর্জাতিক গণমাধ্যম।

Exit mobile version