Site icon Jamuna Television

আদালত স্থানান্তর নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, খালেদা জিয়ার বিচারে আদালত স্থানান্তরের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর খামারবাড়ির কুষ্টিয়া জেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্যই এ সিদ্ধান্ত।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য হয়তো বিজ্ঞ আদালত যেখানে যোগ্য মনে করেছেন সেখানে আদালত স্থানান্তর করেছেন। এটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কিছু নেই, এটা নিয়ে কথা বলেও কোনো লাভ নেই।

বিএনপি’কে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি কখনোই আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, কখনও আইনের বিচারের প্রতিও শ্রদ্ধাশীল ছিল না। অবএব, বিএনপি এ নিয়ে নানা কথাই বলতে পারে।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version