Site icon Jamuna Television

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পরবর্তী সময় থেকে তীব্র দাবদাহে পর অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কমেছে তাপমাত্রাও। এতে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি।

সোমবার রাত ১১টায় রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি শুরু হয়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঠাণ্ডা বাতাস বইছে। থেমে থেমে বিদ্যুৎও চমকাচ্ছে।

এ সময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং দমকা বাতাসও বয়ে যায়। মুষলধারায় বৃষ্টির পর রাজধানীতে কয়েক ঘণ্টা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়। ফলে গত কয়েকদিনের দাপদাহ কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে রাজধানীবাসীর মধ্যে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৫ মে) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর এখন গ্রীষ্মকাল হওয়ায় দেশে গরম বিরাজমান থাকবে।

বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিল স্বস্তি।
রাজধানীর প্রায় সব স্থানেই বৃষ্টি হচ্ছে।

এদিকে, বৃষ্টির আগে গত কয়েক দিন রাজধানীতে তাপমাত্রা ছিল গড়ে ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version