Site icon Jamuna Television

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গাসহ তিন জন নিহত

কক্সবাজারে পুলিশের সাথে আলাদা দু’টি কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গাসহ তিন জন নিহত হয়েছে।

গতরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সমুদ্র সৈকতে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় দুই জন। তারা টেকনাফের শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহ ও উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালাম।

দু’জনই চিহ্নিত মানবপাচারকারী বলে জানায় পুলিশ। বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহতের দাবিও করা হয়।

এদিকে কক্সবাজার শহরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সৈয়দুল মোস্তফা ভুলু নামে একজন নিহত হয়। জানানো হয়, ভুলু শহরের শীর্ষ ইয়াবা কারবারী।

Exit mobile version