Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশ

প্রাকৃতিক সম্পদ মানব কল্যাণে কাজে না লাগিয়ে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার করায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ।

ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিতে সর্বসম্মতিক্রমে পাশ হয় এই প্রস্তাব। এতে বলা হয় উত্তর কোরিয়ার অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য সংকট এবং স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। অথচ তাদের জন্য দেশের সম্পদ ব্যবহার না করে ধ্বংসাত্মক কাজে লাগাচ্ছে কিম জং উন প্রশাসন।

তবে এই নিন্দা প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত জা সং নাম। তার দাবি, অবরোধের কারণেই দেশটিতে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের তৈরি করা নিরাপত্তা হুমকির ফলেই পরমাণু কর্মসূচি চালাচ্ছে পিয়ং ইয়ং এমনটাও দাবি করেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version