Site icon Jamuna Television

ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুদণ্ড!

ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুদণ্ড প্রাপ্য! এমনটাই দাবি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের। দেশটির নেতা কিম জং উন’কে অপমান করায় তারা ট্রাম্পের এ শাস্তি দাবি করেছে। পাশাপাশি, দুই কোরিয়ার সীমান্তে পূর্ব নির্ধারিত সফর বাতিল করায় ট্রাম্পকে ‘ভিতু’ বলে অভিহিত করেছে তারা।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সংবাদপত্র রডং সিনমানের এক উপসম্পাদকীয়তে গত সপ্তাহে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের নিন্দা জানানো হয়েছে। সফরে, সিউলে আইনসভার সদস্যদের সাথে এক সভায় উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের প্রতি বিষেদগার করেন ট্রাম্প।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে দ্বন্দ্ব যুদ্ধে জড়িয়ে পড়েন। সবশেষ, ট্রাম্প তামাশা করে বলেছেন, তিনি কিমকে আর বেঁটে, মোটা বলে ডাকবেন না।

 

(দ্য গার্ডিয়ান অবলম্বনে তোয়াহা ফারুক)
যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version