রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার দৌলতদিয়া পতিতাপল্লীর একটি ঘর থেকে মুরহম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) ভোর রাতে পতিতাপল্লীর আইয়ুব মন্ডলের ভাড়াটিয়া যৌনকর্মী লাকীর ঘর থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহত মুরহম পাবনা জেলার সাথিয়া ইউনিয়নের শিলনদাহ গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
গোয়ালন্দ থানার এস আই ফরহাদ সেখ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যৌন উত্তেজক ঔষুধ সেবনের ফলে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটেছে।

