Site icon Jamuna Television

গ্রেফতারের দেড় ঘণ্টা পরই ছাড়া পেলো ছাত্রলীগ নেতা

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগে গ্রেফতারের দেড় ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ছাত্রলীগ নেতা সারোয়ার আলম। দুপুর দুইটার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারকে। পরে তাকে নেয়া হয় কোতয়ালী থানায়। আগাম জামিনের কাগজ দেখালে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে, সারোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত বৃহস্পতিবার হাসপাতালে কথাকাটাকাটির এক পর্যায়ে নারী চিকিৎসককে ধর্ষণের হুমকি দেন সারোয়ার। এ ঘটনায় সারোয়ারসহ ৮/১০ জনকে আসামি করে মামলা করেন ঐ চিকিৎসক।

Exit mobile version