Site icon Jamuna Television

চট্টগ্রামে কারাবন্দিদের দেয়া হলো ফ্যান ও টেলিভিশন

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে বন্দিদের জন্য ৫০০টি ফ্যান এবং ৫০টি এলইডি টেলিভিশন প্রদান করেছে সিটি করপোরেশন। সকালে এসব সামগ্রী কারাবন্দিদের হাতে তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কারাগার হলো এক ধরণের সংশোধনাগার। নিজেদের সংশোধন করে বন্দিরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। কারাবন্দিদের জন্য সরকার নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে উল্লেখ করেন মেয়র। তবে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে জেলার, জেল সুপার এবং বেসরকারি কারা পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version