Site icon Jamuna Television

বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

বরগুনায় একটি বেসরকারি ক্লিনিকে অপচিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রসূতির মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, প্রসব বেদনা শুরু হলে প্রসূতি সুখী বেগমকে কুয়েত প্রবাসী হাসপাতালে নেয়া হয়। সিজারিয়ান অপারেশনের পর দুপুরে সন্তান ভূমিষ্ঠ হয় এবং রোগী সুস্থ আছে বলে জানানো হয়। সন্ধ্যার দিকে হঠাৎ রোগীকে বরিশাল মেডিকেলে নেয়ার পরামর্শ দেয়া হলে সন্দেহ হয় স্বজনদের।

পরে জানা যায় রোগী মারা গেছে। তাদের অভিযোগ, অদক্ষ নার্স ও ডাক্তারের অপচিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে সুখী বেগমের। এই অভিযোগে স্বজন ও বিক্ষুব্ধরা ক্লিনিকে ভাঙচুর চালায়। ঘটনার পরপরই কর্তৃপক্ষ ক্লিনিকে তালা দিয়ে গা ঢাকা দেয়।

Exit mobile version