কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজ নামে একব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সিরাজ ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। গতকাল রাত ৮টার দিকে নাফনদীর বেড়িবাধ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বেড়িবাধ এলাকায় সিরাজকে নিয়ে ইয়াবা উদ্ধারে অভিযানে যায় পুলিশ এবং বিজিবির যৌথ দল। দলটি আছাড়বনিয়া বেড়িবাধ এলাকায় গেলে, তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ইয়াবা ব্যবসায়ীরা। এসময় পুলিশ-বিজিবির যৌথ দলটিও পাল্টা গুলি ছোঁড়ে। দু’পক্ষের গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ী সিরাজের মৃতদেহ উদ্ধার করে তারা। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

