Site icon Jamuna Television

সেই শিক্ষককে মারধর-লাথি মারার ঘটনায় মামলা, দুই আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে কলেজ অধ্যক্ষ এস এম আব্দুল কুদ্দুস বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়। আর মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামি সজল ইসলাম ও শাফিন শেখ কে গ্রেফতার করে পুলিশ।

এর আগে পরীক্ষায় নকল করতে না দেয়ায় গত ১২ মে কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজের গেটে শিক্ষক মাসুদুর রহমানকে মারধর করে বহিরাগত কয়েকজন যুবক। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় শিক্ষক মাসুদুর রহমানকে মারধর করার সাথে লাথিও মারে। সেই হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়।

ধৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Exit mobile version