Site icon Jamuna Television

৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ডায়াগনষ্টিক সেন্টারের মালিক গ্রেফতার

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে মাদারীপুরের শিবচরে আপেল মাহমুদ শিকদার নামের এক ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, জেলার শিবচর উপজেলা পরিষদ সংলগ্ন বসুন্ধরা এলাকার ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ১২ মে রাতে খালার বাড়িতে যায় । পথিমধ্যে নির্জন স্থানে আপেল মাহমুদ শিকদার পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা করে। মোটরসাইকেলে করে নিজের বাসায় নিয়ে যেতে জোরপূর্বক চেষ্টা চালায়। এসময় পথচারীরা চলে আসায় আপেল পালিয়ে যায়।

পরে এ সংক্রান্তে থানায় এজাহার দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার যৌন হেনস্তাকারী আপেলকে গ্রেফতার করে। আপেল মাহমুদ পৌরসভার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। মেয়েটির বাবা প্রবাসী।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আপেলকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা দায়ের হয়েছে।

Exit mobile version