Site icon Jamuna Television

ডাক্তারদের উপস্থিতি ৪০ ভাগ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সেবা বিভাগ ঘোষিত ১০০ দিনের কর্মসূচির কারণে ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি ৪০ ভাগ বেড়েছে- এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তিনি বলেন, মন্ত্রণালয় ঘোষিত ১২ দফার প্রায় শতভাগ বাস্তবায়ন হয়েছে।

১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি জানান, মাঠপর্যায়ে জনবলের উপস্থিতি ও যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মনিটরিং কমিটি কঠোর তদারকি করছেন। একইসাথে কোন যন্ত্রপাতিতে কত রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে সে পরিসংখ্যানও নিয়মিত সংগ্রহ করা হচ্ছে ।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, শুধু কথার ফুলঝুড়ি নয়, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

Exit mobile version