Site icon Jamuna Television

কুমিল্লায় ৯বছরের শিশু ধর্ষণ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কুমিল্লা ব্যুরো।।

কুমিল্লার বুড়িচংয়ে ৯বছরের শিশুকে ধর্ষণের ৪ ঘন্টা পর গণপিটুনি দিয়ে ধর্ষক কবির হোসেনকে পুলিশে দিয়েছে জনতা। সে একজন মাদক ব্যবসায়ী।

জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর আন্দিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ীতে প্রায় দশ বছর ধরে ভাড়ায় থাকতেন রংপুরের ভ্যান চালক হামিদ মিয়া। হামিদ মিয়ার স্ত্রী অন্যত্র থাকায় সে শিশু সন্তানদের নিয়ে থাকতো, প্রতিদিনের মতো হামিদ মিয়া সকালে ভ্যান নিয়ে বেড়িয়ে যায়। বাড়িতে তাঁর নয় বছরের কন্যা শিশুসহ আরও দুই শিশু ছিলো। এ সুযোগে সকাল ১০ টায় পার্শ্ববর্তী বাড়ীর মৃত মোঃ আবদুল আজিজের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি কবির হোসেন (৩৭), ভ্যান চালকের ঘরে প্রবেশ করে তাঁর ৯ বছরের শিশু সন্তান’কে ধর্ষন করে। ধর্ষন শেষে কবির হোসেন পালিয়ে গেলে শিশুটি ঘরের বাহিরে এসে চিৎকার করে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। ধর্ষনের খবর এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন ধর্ষক কবির হোসেনকে খুজতে থাকে। দুপুর ২ টায় স্থানীয় লোকজন ধর্ষক কবিরের বাড়ির পাশ থেকে তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক কবিরকে গ্রেফতার করে।

এবিষয় বুড়িচং থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে, ডাক্তারী পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে, ধর্ষক পুলিশ হেফাজতে আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version