Site icon Jamuna Television

শহীদ বুদ্ধিজীবী খালেক সরদার পার্কের উদ্বোধন

রাজধানীর পুরান ঢাকার শহীদ বুদ্ধিজীবী খালেক সরদার পার্ককে ধূমপানমুক্ত ঘোষণা করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার মধ্যরাতে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের সিক্কাটুলী মাঠের পাশে খালেক সরদার পার্কের উদ্বোধনকালে মেয়র একথা জানান। তিনি বলেন, পার্কে কেউ ধূমপান করলে আদায় করা হবে জরিমানা।

পুরান ঢাকাবাসী আলোকসজ্জিত পার্ক পেয়ে গভীর রাতে মেয়রের জন্য অপেক্ষা করতে থাকেন। সুন্দর একটি ঝর্ণা ভিন্ন আমেজ ও শোভিত করেছে পার্কটিকে।

রাজধানীর বেদখল হওয়া মাঠ-পার্ক উদ্ধার করার প্রকল্প হাতে নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ‘জল সবুজের ঢাকা’ শীর্ষক ওই প্রকল্পের আওতায় পুরান ঢাকার সিক্কাটুলীতে নবনির্মিত ‘শহীদ বুদ্ধিজীবী খালেক সরদার পার্ক’ নির্মাণ করা হয়।

Exit mobile version