Site icon Jamuna Television

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৫ মাসের শিশু নিহত

রাজধানীতে মিনি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিহাব নামে পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন। শুক্রবার ভোরে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাত রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, ভোরে শিশু শিহাবকে নিয়ে তার মা শারমিন ও নানি মলি বেগম এবং মামা আলামিন অটোরিকশায় করে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিলেন। অটোরিকশাটি সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার চালক শাহাদাতসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত চার জন হাসপাতলে চিকিৎসাধীন।

Exit mobile version