Site icon Jamuna Television

যমুনা ইলেকট্রনিক্স নিয়ে এলো ঈদের মেগা অফার

গ্রাহকদের সন্তুষ্টি দেয়ার জন্য রমজানে যমুনা ইলেকট্রনিক্স নিয়ে এলো মেগা অফার ‘যমুনা ঈদ আয়োজন ও কিস্তি সুবিধা’। যমুনার গ্রুপের হেড অফিসে এই মেগা অফারের শুভ উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক মো.তারিক চৌধুরী, হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলামসহ অন্য কর্মকর্তা। এসময় যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক মো.তারেক চৌধুরী বলেন, সারাদেশে যমুনার নিজস্ব ও ডিলার শো-রুম থেকে দশ হাজার টাকার পণ্য ক্রয়ের মাধ্যমে ঈদ আয়োজনে অংশ নিতে পারবেন ক্রেতারা।

বলেন, আউটলেটে রক্ষিত অ্যাপসে কেনাকাটা করলেই থাকছে ক্যাশব্যাকসহ আকর্ষণীয় পুরস্কার। তিনি আরো বলেন, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সারাদেশে সহজ শর্তে কিস্তি প্রদান করা হবে। ক্রেতারা সর্বনিম্ন ২০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে ১২ মাসের সহজ কিস্তিতে যমুনা ইলেক্ট্রনিক্সের পণ্য কিরতে পারবেন।

Exit mobile version