Site icon Jamuna Television

নিরাপদ পানির দাবিতে জুরাইনে প্রতিবাদ মিছিল

নিরাপদ পানির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দারা। ওয়াসার কাছে বারবার দাবি জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ জানান তারা। সকালে জুরাইনের মিষ্টির দোকানের গলি থেকে মিছিল শুরু হয়ে শনির আখড়ায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে ওয়াসার পানি দূষিত থাকলেও সমস্যা সমাধানে কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বর্তমানে তাদের জন্য এই পানি মৃত্যু ফাঁদ। ছড়িয়ে পড়ছে নানা রোগ-বালাই। এসময় ওয়াসার কাছে ক্ষতিপূরণও দাবি করেন ভুক্তভোগীরা। দ্রুত পানি সমস্যার সমাধানের দাবি জানান তারা।

ওয়াসার পানি আন্দোলনের নেতা মিজানুর রহমান বলেন, আমরা রাষ্ট্রকে জানাতে চাই; আমরা এই অঞ্চলের কোন কীটপতঙ্গ না। শেষ পর্যন্ত আমরা ওয়াসার কল থেকে গ্লাস দিয়ে পানি খেতে চাই।

Exit mobile version