Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা জেলা-যুগান্তর

সাতক্ষীরায় স্বামী সাকিব হোসেনের বিরুদ্ধে সুমাইয়া খাতুন (১৯) নামে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মে) ভোরে শহরের কামালনগরে এ ঘটনা ঘটে।

নিহত নাম সুমাইয়া খাতুন কামালনগর এলাকার সাকিব হোসেনের স্ত্রী ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মঞ্জুরুল সরদারের মেয়ে।

নিহতের খালা ফাতেমা তুজ জোহরা জানান, দেড় বছর আগে সুমাইয়া খাতুনের সাথে শহরের কামালনগর এলাকার সাকিব হোসেনের বিয়ে হয়। তাদের ৬ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সে প্রায়ই তার স্ত্রীকে পারিবারিক কলহের জের ধরে মারপিট করতো। এরই জের ধরে শুক্রবার ভোরে মারপিটের এক পর্যায়ে সুমাইয়ার মৃত্যু হয়। পরে সে তার স্ত্রীর লাশ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার এসআই কিশোর কুমার বিশ্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version