Site icon Jamuna Television

পুরোনোদের নেতৃত্ব ছেড়ে দিয়ে তরুণদের জায়গা দেবার আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নেতা-কর্মীদের আরও দক্ষ ও যোগ্য নাগরিক হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য পুরোনোদের নেতৃত্ব ছেড়ে দিয়ে তরুণদের জায়গা দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সকালে গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারী কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ২০৭১-এ স্বাধীনতার শতবার্ষিকীতে বাংলাদেশকে উন্নত হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। বৈশ্বিক সব সমস্যা মোকাবেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ জনগণের যে আস্থা অর্জন করেছে; তা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version