Site icon Jamuna Television

চাল আমদানির নামে বিদেশে অর্থ পাচার করছে সরকার: ড. খন্দকার মোশাররফ

সরকার দেশে চাল আমদানির নামে বিদেশে অর্থ পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় ড. মোশাররফ আরো বলেন, কৃষক উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। যা দেশের জন্য অশুভ সংকেত। তিনি বলেন, বিএনপিতে নয় দেশে ও সরকারে সংকট চলছে। অনৈতিক সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version