Site icon Jamuna Television

সাকিব ছাড়া টাইগারদের টানা ৩য় ফাইনাল

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে টাইগাররা। আগের ম্যাচে ইনজুরিতে পড়ায় এ ম্যাচ খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। সে হিসাবে টানা তৃতীয় ফাইনালে সাকিবকে ছাড়াই খেলতে নেমেছে টাইগাররা। এর আগে ইনজুরিগত কারণে গতবছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারেননি সাকিব।

সাকিবের জায়গায় আজ দলে জায়গা পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

দলে রয়েছে আরও একটি পরিবর্তন। বাদ দেয়া হয়েছে লিটন দাসকে। এ ছাড়া আগের ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন ফিরেছেন এ ম্যাচে।

পেস আক্রমণে দেখা যাবে না রুবেল হোসেন, আবু জায়েদ রাহীকে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শাই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আসলি নার্স, কেমার রোচ, রেমন্ড রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

Exit mobile version