Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

সংস্কারপন্থীদের নতুন দল আত্মপ্রকাশের ঘোষণায় খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ।

কর্মসূচির সমর্থনে সকাল থেকে পিকেটিং করছে নেতাকর্মীরা। ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এছাড়া শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে ইউপিডিএফ কর্মীরা। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম। নির্ধারিত পরীক্ষা ও ক্লাস থাকায় পায়ে হেঁটে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। সাজেকের পথে যান চলাচল বন্ধ থাকায় খাগড়াছড়িতে শতশত পর্যটক আটকা পড়েছে। জেলা সদরের সাথে অভ্যন্তরীণ ও সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে শহরকেন্দ্রিক পরিবহনগুলোর চলাচল শুরু হয়েছে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version