Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অপরাধে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ থেকে:

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অপরাধে আনোয়ার হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বাদি হয়ে আনেয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
আনোয়ার উপজেলার কাওন্নারা গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পিকআপ ড্রাইভার।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, গ্রেফতার আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে তা ফেসবুকে পোস্ট করে আসছিল। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। তার ফেসবুক ওয়াল দেখে ছবি বিকৃত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মামলার বাদি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। আর তার ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করায় মামলার বাদি হয়েছেন তিনি।

Exit mobile version