Site icon Jamuna Television

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৫

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে। আজ এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁর পোরশার গানোইর বিলে বাকী শ্রমিকদের সাথে মাঠে ধান কাটছিলেন হাসান ও শফিনুর। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে, বজ্রপাতের আঘাতে দু’জনেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাটচালু পাড়াতেও জাহাঙ্গীর আলম নামে এক শ্রমিক নিহত হয়েছে।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শ্রীরামপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে মোশাররফ ও রেজাউল নামে দুই কৃষক মারা যান। আহত আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাজশাহীতে বাণেশ্বর বাজারে ঘরের চালা থেকে ইট পড়ে আব্দুস সোবহান সরকার নামে এক ব্যক্তি মারা গেছেন।

এদিকে,ঝড়ো বৃষ্টিতে রেললাইনের ওপর গাছের গুড়ি পড়ায় উত্তরাঞ্চলের সাথে পাবনার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ঠাকুরগাঁওয়েও ফসলি জমিসহ কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

Exit mobile version