Site icon Jamuna Television

বৃষ্টির পর খেলার জন্য প্রস্তুত হচ্ছে মাঠ

বৃষ্টি বন্ধ হয়েছে। মাঠ খেলার জন্য উপযুক্ত করা হচ্ছে। ম্যাচ রেফারি ক্রিস বোর্ড আম্পয়ারদের নিয়ে মাঠ পর্যবেক্ষণ করছেন। আয়াল্যান্ডের স্থানীয় সময় তিনটার দিকে খেলার ব্যাপারে নতুন আপডেট জানানো হবে।

আয়ারল্যান্ডের সময় বেলা তিনটার পর খেলা শুরু হলে ম্যাচের বয়স গিয়ে দাঁড়াবে ২০ ওভারে। তখন বাংলাদেশের সামনে বৃষ্টি আইনে টার্গেট ২০ ওভারে ২০৩ দাঁড়াতে পারে।

অপরিচিত ভেন্যু এবং ভেজা মাঠে ২০ ওভারে ২০৩ রান করা টাইগারদের জন্য মোটেও সহজ ব্যাপার নয়।

বৃষ্টির পর খেলা শুরু হলে টাইগারদের আবারও ফাইনালে ট্রফি হারের লজ্জায় পড়তে হতে পারে। এর আগে ছয়বার শিরোপার দুয়ারে গিয়ে হোঁচট খায় বাংলাদেশ।

Exit mobile version