Site icon Jamuna Television

স্বামীকে হাসপাতালে নেয়ার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

নিহতের নাম ফুলবিবি (৫৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও সাত জন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, পটুয়াখালীর দশমিনা থেকে ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য সপরিবারে সাতজন ঢাকায় আসেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল নেমে সেখান থেকে উবারের প্রাইভেটকারে ধানমণ্ডির একটি হাসপাতালে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

এদিকে, দুর্ঘটনায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের চালককে আটক করেছে পুলিশ।

Exit mobile version