Site icon Jamuna Television

কানাডা ও মেক্সিকোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

কানাডা ও মেক্সিকোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র। গতকাল (১৭ মে) শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ বিবৃতিতে আসে এই ঘোষণাটি।

ঘোষণায় বলা হয়, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত ১০ থেকে ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে প্রতিবেশীরা। সোমবার থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। এ বিষয়টিকে উত্তর আমেরিকার তিন দেশের মধ্যকার বাণিজ্য চুক্তির পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এক টুইটবার্তায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, চলতি মাসের শেষে কানাডা ও মেক্সিকো সফর করবেন তিনি। তিন দেশের মধ্যে খুব শীঘ্রই একটি বাণিজ্য চুক্তির প্রত্যাশার কথা জানান তিনি। গত বছর শুল্কারোপ এবং ত্রিদেশীয় চুক্তি নাফটা ভেঙ্গে দেয়ার পর থেকেই চলছিল টানাপোড়েন।

Exit mobile version