Site icon Jamuna Television

সিরিয়ার ইদলিবে মৃত্যুঝুঁকিতে ৩০ লাখের বেশি মানুষ

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল ইদলিবে মৃত্যুঝুঁকিতে রয়েছে ৩০ লাখের বেশি মানুষ। খুব শিগগিরই ঘটবে মানবিক বিপর্যয়, এমন উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (১৭ মে) জাতিসংঘ এ তথ্য জানায়।

এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির মানবিক ও জরুরি সহায়তা বিষয়ক কমিশন- OCHA’র প্রধান মার্ক লোকাক জানান, সাম্প্রতিক রুশ-সিরীয় জোটের অভিযানে প্রাণ হারিয়েছে দেড় শতাধিক মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন ১ লাখ ৮০ হাজার। এছাড়া, বোমার আঘাতে শহরটির অন্তত ১৮টি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলা আশঙ্কায় আংশিক বা পুরোপুরি সেবা দেয়া বন্ধ রেখেছে আরও ৪৯টি স্বাস্থ্যকেন্দ্র।

তিনি আরও জানান, বেসামরিকদের ঘরবাড়ির পাশাপাশি গুড়িয়ে গেছে কমপক্ষে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। শিগগিরই এ অভিযানের বিষয়ে মস্কো-দামেস্কের কাছ থেকে স্পষ্ট ব্যাখা চেয়েছে জাতিসংঘ।

Exit mobile version