Site icon Jamuna Television

নিজ ভিটায় শেষ নি:শ্বাস ত্যাগ করতে মুক্তিযোদ্ধার আকুতি

নিজ ভিটায় শেষ নি:শ্বাস ত্যাগ করতে দখল হয়ে যাওয়া ভিটেমাটি ফিরে পেতে আকুতি জানিয়েছেন চট্টগ্রামের এক মুক্তিযোদ্ধা।

সকালে জাতীয় প্রেসক্লাবে স্বপরিবারে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধা পেয়ার মোহাম্মদ।

তিনি দাবি করেন ২০১৫ সালে তার ভিটেমাটি দখল করে নেয় আমিনুল আজিজুল ও জাহাঙ্গীর নামের তিন ভাই। ভূমিমন্ত্রীর সহযোগিতায় ভিটেমাটি ফিরে পেলেও মাত্র দুই ঘন্টা পর আবার ভাঙচুর করে বাড়ি দখল করে নেয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মুক্তিযোদ্ধা পেয়ার মাহমুদ।

Exit mobile version