Site icon Jamuna Television

হলি ফ্যামিলিতে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

বুধবার রাতে, হাসপাতালের হাই ডিপেনডেনসি ওয়ার্ড-এ চুন্নু মিয়া নামে একজনের মৃত্যু হয়। রোগীর সঙ্কটাপন্ন সময়ে কোন দায়িত্বরত চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে, তা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, চুন্নু মিয়া গত ৭ নভেম্বর থেকেই নিউরো সমস্যা নিয়ে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন। তার সঙ্কটাপন্ন অবস্থার কথা স্বজনদের অবহিত করা হয় বলেও জানান দায়িত্বরত চিকিৎসক। অবশ্য অবস্থার কিছুটা উন্নতি হলে রোগীকে মঙ্গলবার আইসিইউ থেকে হাই ডিপেনডেনসি ওয়ার্ড-এ আনা হয়।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version