Site icon Jamuna Television

কলেজে শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার

পাবনার শহীদ বুলবুল কলেজে শিক্ষককে মারধরের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন জু্ন্নুনকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে পরীক্ষার হলে নকল করতে না দেওয়ায় পাবনার শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদ আহমেদকে মারধর করা হয়। মাসুদ আহমেদ ৩৬তম বিসিএসে প্রভাষক হিসেবে যোগদান করেন।

জানা যায়, গত ১২ মে কলেজ থেকে বাড়ি ফেরার জন্য বের হলে কলেজের প্রধান ফটকে মাসুদ আহমেদ মারধর করে কয়েকজন যুবক। এক পর্যায়ে তার পিঠে লাথিও মারা হয়। এই মারধর একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়।

গত ৬ মে ছিলো এইচএসসি পরীক্ষার উচ্চতর গনিত পরীক্ষা ছিলো, পরীক্ষা চলাকালীন দুজন শিক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় তারই জেরে মারধর করা হয় বলে জানান ভূক্তভোগী শিক্ষক।

Exit mobile version