Site icon Jamuna Television

পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন

কামাল হোসাইন,নেত্রকোণা:

নেত্রকোণা শহরের সাতপাই এলাকায় অনৈতিক যৌন মিলনের ঘটনা দেখে ফেলায় শাহিনুর আক্তার (২৩) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে চুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার সাহরির সময় শহরের রেল কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর আক্তার ওই কলোনির আব্দুস সালামের স্ত্রী। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

অভিযুক্ত খুনি প্রেমিক হলো- একই কলোনির ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)।

শাহিনুর আক্তারের স্বামী আব্দুস সালাম জানান, শনিবার ভোরে শাহিনুর পানি আনতে বাড়ির পাশের নলকুপে যায়। তখন পাশের অন্য একটি ঘরে সোহেল তার নিজের স্ত্রী ছাড়া অন্যে এক গৃহবঁধূর সঙ্গে অনৈতিক কার্যক্রমে লিপ্ত ছিল। এ ঘটনা দেখে ফেলায় শাহিনুর সোহেলের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে সোহেল শাহিনুরের পেটে ছুরি ঢুকিয়ে দেয় সোহেল।

নেত্রকোণা মডেল থানার ডিউটি অফিসার এস আই নূরুল ইসলাম জানান, খুনের অভিযুক্ত সোহেল পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের বাবাসহ ওই কলোনির ৭ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- সফুরা (৩২), নূরজাহান (৪৫), কাজলী (৪৫), মিতু (৩২), মুসলিম উদ্দিন (৩৫), সাগর (২২) ও ইদ্রিস মিয়া (৫০)।

Exit mobile version