Site icon Jamuna Television

চীনে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কিনতে ক্রেতাদের ভিড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যেই ট্রাম্প টয়লেট ব্রাশ ও টিস্যু উৎপাদন করেছে চীন। আর এই ব্রাশ এবং টিস্যু কিনতে হিড়িক পড়েছে ক্রেতাদের।

চীনা সরকারের প্রতি সমর্থন জানানোর একটি উপায় হিসেবে দলে দলে লোকজন ট্রাম্পের চেহারার মতো করে তৈরি করা টয়লেট ব্রাশ কিনছেন।

আর সঙ্গে কিনছেন ট্রাম্পের ছবি সম্বলিত টয়লেট টিস্যু। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

বাজারে বিভিন্ন ডিজাইনের ট্রাম্প টয়লেট ব্রাশ এসেছে। এগুলোর দাম পড়ছে প্রায় ২০ ইউয়ান (২ পাউন্ড)। নীল স্যুট, একটি সাদা শার্ট এবং একটি লাল টাই পরা ট্রাম্পের আদলে তৈরি করা এই ব্রাশগুলো টয়লেট পরিষ্কারে বেশ কার্যকরী বলে জানিয়েছেন দোকানিরা।

অন্য এক বিক্রেতা ট্রাম্প ব্রাশের সঙ্গে ট্রাম্পের ছবি লাগানো টয়লেট পেপার ফ্রি দিচ্ছেন। তবে চীনেই প্রথম ট্রাম্প টয়লেট ব্রাশ বিক্রি করা হচ্ছে তা নয়। গত নভেম্বরে নিউজিল্যান্ডে প্রথম দেখা গিয়েছিল এ ধরনের ব্রাশ।

Exit mobile version